মজার গল্প
আনসার ট্রেনিং করতে এসে গেম খেলে খেলে সময় কাঠান এই ব্যক্তি গুলো । শুধু দুটো শর্ত আছে, -যাওয়ার আগে খেয়ে যেতে হবে। -রাত ১০টার আগে বাড়ি ফিরতে হবে। কেউ ১০ বছর আগে মরতে চাইলে, তাকে প্রতিদিন সিগারেট খেতে বলুন। আর কেউ যদি ৫ বছর আগে মরতে চায়, তবে তাকে রোজ মদ খেতে বলুন। আর কেউ যদি প্রতিদিন মরতে চায়, তাহলে তাকে ধরে বিয়ে দিয়ে দিন। ?????????? দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কিছু প্রাণী:- -ডাইনোসর -ড্রাগন -জোর করে ৫০০-১০০০ টাকা ধরিয়ে দেওয়া আত্মীয়-স্বজন.. ডিয়ার মশা? ডোন্ট কিস মি?? জোর করে ভালবাসা হয় না?? বিয়ের দিন যে মেয়েগুলো কান্নাকাটি করে ভাসায় দেয়, সেই মেয়েগুলাই বৌভাতের দিন খুব ভাব নিয়ে মুখে একটা হাসি ধরে রাখে পুরোটা সময়!! এটা কি ইমোশনের কারনে করে নাকি এর সাইকোলজিকাল কারন আছে? এসব ইমোশন টিমোশন কিছুনা, বিয়ের দিন বাপের টাকা খরচ হয় তাই কষ্টে কাঁদে, আর বৌভাতের দিন বরের বাপের টাকা খরচ করে মিষ্টি হাসির ভাব ধরে!! বিএফ:-আমি তোমার জন্য সব করতে পারি। জিএফ:-তাহলে ডিম পেড়ে দেখাও… বিএফ:-ইয়ার্কির একটা সীমা আছে… জিএফ:-ঢপ, আর মিথ্যা কথা বলারও একটা সীমা আছে…. ডিজিটাল হিংসা কি? তোমাকে ফ...